ইউক্রেনের যুদ্ধে বিধ্বস্ত এক ফ্ল্যাটবাড়ি।

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,

ইউক্রেনের যুদ্ধে বিধ্বস্ত এক ফ্ল্যাটবাড়ি।

ইউক্রেন যুদ্ধের নৈতিকতা, জিনিসপত্রের দাম, মধ্যবিত্তের পকেটের সাইজ, দুর্নীতি ইত্যাদি বিষয় চলতি সপ্তাহে আপনাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর তারই প্রতিফলন ঘটেছে আপনাদের মতামতে, আপনাদের নানা প্রশ্নে।

খুলনার দাকোপ থেকে নিয়মিত পত্রলেখক মুকুল সরদার মনে করছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘ যথাযথ দায়িত্ব পালন করেনি:

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সম্পর্কে জাতিসংঘের মহাসচিব বলেছেন, "এ যুদ্ধ নৈতিক ভাবে অসমর্থন যোগ্য, রাজনৈতিক ভাবে অগ্রহণযোগ্য এবং সামরিক ভাবে অর্থহীন।। আন্তনিয়ো গুতেরেস যথার্থই বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে জাতিসংঘ এই যুদ্ধ বন্ধ করতে কার্যকর কোনো পদক্ষেপ কি গ্রহণ করেছে?

জাতিসংঘের এখতিয়ার ঠিক কতটুকু আমি জানিনা তবে আমার মনে হয়, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানের আরও জোরালো এবং কার্যকর পদক্ষেপ নেয়া উচিৎ ছিল।

জাতিসংঘের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু একেবারে নতুন নয়, মি. সরদার। কিন্তু এই প্রতিষ্ঠানটি তার নিজের হাতে তৈরি আইনের কাছে বন্দি। জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাশালী অঙ্গ হচ্ছে নিরাপত্তা পরিষদ। কিন্তু সেখানে ইউক্রেন সংক্রান্ত যে কোন প্রস্তাবকে এক কথায় থামিয়ে দিতে পারে রাশিয়া। কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তার রয়েছে ভেটো দেয়ার ক্ষমতা। একই ব্যাপার আমার ঘটতে দেখেছি ইরাক এবং অন্যান্য সংঘাতের সময়। তবে সেটা ঘটেছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রভাবে।