জয়া গোস্বামী

 বিয়ে দিবেন কবে?

যখন সময় হবে।
সময় কবে হবে?
মেট্রিক দিয়েছে সবে।
হোকনা বয়স কুঁড়ি।
হাহাহা তখনতো হবে বুড়ি।
হোকনা ক্ষতি কি।
মগজ শক্ত হবে।
শশুরালয়ে খোঁচা খেলেও
পল্টি দিবে তবে।
ওহ!এই বিদ্যা শিখান তবে।
না মশাই অন্ধকারে হাঁটতে শিখাই।
আচ্ছা মশাই আপনার কি দুইটাই মেয়ে?
না নানা আমার দুটো পুত্রসন্তান।
কপাল আমার রাজকপাল।
মেয়ে হয় ভাই পাপে পাপে।
আমার দুখান রাজার দুলাল।
তা শুনেছি বৌ আনবেন ছেলে বড় টার।
হুমম ভাই ঠিক শুনেছেন।
ওমা সেকি!
শেষমেষ পাপ আনবেন ঘরে!
সেই পাপটা সৃষ্টি করে প্রদীপ জ্বালবে পরে।
আপনার ঘরেই পাপ বিদ্যমান।
সয়ং আপনার গিন্নী।
যে রেঁধে দেয় আপনার প্রিয়
খেজুর গুড়ের সিন্নি।